হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "কাফী" বই থেকে উদ্ধৃত হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ.) বলেছেন:
اِنَّ النّاسَ يَستَغْنونَ اِذا عُدِلَ بَيْنَهُمْ وَ تُنْزِلُ السَّماءُ رِزْقَها وَ تُخْرِجُ الاَْرْضُ بَرَكَتَها بِاِذْنِ اللّه ِ تَعالى
মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে তারা মুক্ত হবে।আকাশ তার রিযিক বর্ষণ করবে এবং পৃথিবী আল্লাহর নির্দেশে তার বরকত জমিন থেকে বাহির করবে।
(কাফী, খ. ৩, পৃ. ৫৬৮, হা. ৬)